করোনায় মৃত্যু বাড়লো ১৪৪ শতাংশ

দেশে করোনায় এক সপ্তাহের ব্যবধানে শনাক্ত ৫২ দশমিক ৮ শতাংশ এবং মৃত্যু ১৪৪ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত তথ্য পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর একথা জানায়। পাশপাশি নমুনা পরীক্ষা বেড়েছে ৩৩ দশমিক ২ শতাংশ বলেও জানায়  অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে,  গত ২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত শনাক্ত হয়েছে ৮ হাজার ৮৪৬ জন। ওই এক সপ্তাহে মৃত্যু হয়েছে ৯ জনের।  এরপর ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫১৬ জন এবং মারা গেছেন ২২ জন।

অধিদফতরের তথ্য বলছে, ঢাকায় শনাক্তের হার সবচেয়ে বেশি।