পল্লবীতে ৪৪ নেপালি আটক


ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবৈধভাবে বাংলাদেশে বসবাসকারী ৪৪ নেপালিকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। শুক্রবার সকালে মিরপুর ডিওএইচএস’র ৭নং সড়কের ১০৬০নং বাসা থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তাদেরকে ওই বাড়িতেই আটক রাখা হয়েছে। এই বাসায় আটক নেপালিরা ভাড়া থাকতেন
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। এই নেপালি নাগরিকরা গত ২ মে ঢাকায় আসেন বলে জানান তিনি। 
তিনি বলেন, তারা ট্যুরিস্ট ভিসায় এসেছিল। এরপর এখানে কাজ করার চেষ্টা করেছিল। কিন্তু সেভাবে কোনও কাজ করতে পারেনি। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা এখানে অবস্থান করায় তাদের আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: যে কারণে অলস পড়ে আছে ৬শ’ কোটি টাকা


/এআরআর/এআর/