জঙ্গি আস্তানায় গোলাগুলিতে ৪ পুলিশ কর্মকর্তা আহত

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় ৪ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় এই অভিযান চালানো হয়।

জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানরূপনগর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। আহত ৪ পুলিশ কর্মকর্তা হলেন- রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহীন ফকির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সৈয়দ শহীদ আলম এবং উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বোখারী।
আহতদের মধ্যে ওসি দুজন পিঠে এবং এসআই ডানবাহুতে আঘাত পেয়েছেন। এএসআই বোখারীর বিষয়ে বিস্তারতি জানা যায়নি। 
পল্লবী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাকসুদুর রহমান প্রথমে আহতদের উদ্ধার করেন। তিনি জানান, গোলাগুলির পর অন্যদের সহায়তায় আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাদের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে, পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে নব্য জেএমবির প্রশিক্ষক মুরাদ। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

ছবি: নাসিরুল ইসলাম

আরও পড়ুন: মিরপুরে পুলিশি অভিযানে নব্য জেএমবির প্রশিক্ষক মুরাদ নিহত 

/এআইবি/এমও/