জুরাইন কবরস্থানে পাঁচ জঙ্গি হলো নিবরাস ইসলাম, মীর সামিহ মুবাশীর, রোহান ইবনে ইমতিয়াজ, খায়রুল ওরফে খায়রুজ্জামান, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ওরফে বিকাশ। এছাড়া রেস্তোরাঁর বাবুর্চি সাইফুল ইসলাম ওরফে সাইফুল চকিদারের লাশও দাফন করা হয়।
অত্যন্ত গোপনীয়তায় ও নিরাপত্তার সঙ্গেে এই ছয়জনের লাশ দাফন করছে আঞ্জুমান মফিদুল ইসলাম।
প্রসঙ্গত হামলায় নিহতের পরিবারের সদস্যরা লাশ নিতে অস্বীকৃতি জানায়। পরে লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং বৃহস্পতিবার সকালে হস্তান্তর করা হয়।
গুলাশানে হামলার পরে যৌথবাহিনীর ‘থান্ডার বোল্ট’ অভিযানে ওই ৬ জঙ্গি নিহত হয়। গত ২ জুলাই লাশ থেকে সিএমএইচ হাসাপাতালে ছিল।
পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমশিনার মো. ইউসুফ আলী বলেন, ‘আজ ছয় জঙ্গির লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।’
/এআরআর/এনএস/এমএনএইচ/