শাহজালালে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ২০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এর বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। শনিবার বিকাল ৫টায় দুবাই থেকে নিয়ে আসার সময় এগুলো জব্দ করা হয়।

জব্দকৃত সিগারেটশুল্ক গোয়েন্দারা জানান, দুবাই থেকে সুইজারল্যান্ডের ডানহিল ব্র্যান্ডের সিগারেটগুলো ৩টি লাগেজে করে নিয়ে আসা হয়। এতে প্রায় ৪০ হাজার শলাকা বিদেশি সিগারেট রয়েছে। এসময় যাত্রী মো. আব্দুস সোবহানকেও আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আগত যাত্রীকে নজরদারিতে রেখেছিল গোয়েন্দারা। ব্যাগেজ সংগ্রহ করার পর তাকে চ্যালেঞ্জ করলে সিগারেটগুলো বেরিয়ে আসে। আমদানি নীতি অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) থেকে বাঁচতে এগুলো এভাবে আনা হয়েছে। সিগারেট জব্দ করার ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/আরজে/এমও/