নব্য জেএমবির ১০ জঙ্গি গ্রেফতার





গ্রেফতারের পর র‌্যাবের মিডিয়া সেন্টারে নব্য জেএমবির দশ সদস্য
রাজধানীর উত্তরা ও কলাবাগান এলাকা থেকে নব্য জেএমবির ১০ জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার হওয়া জঙ্গিদের সবাই নব্য জেএমবির তামিম আহমেদ চৌধুরী গ্রুপের সদস্য।
র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার রাতে রাজধানীর উত্তরা ও কলাবাগান এলাকা থেকে এসব জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়। তারা সবাই নব্য জেএমবির সদস্য।’
বিকাল ৫টার দিকে কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে র‌্যাবের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (অপারেশন) কর্নেল মো. আনোয়ার লতিফ খান বলেন, গ্রেফতারকৃত নব্য জেএমবির ১০ সদস্য হলো- আবু সাদাত মো. সুলতান আল রাজি ওরফে লিটন (৪১), আল মিজানুর রশিদ (৪১), জান্নাতুল মহাল ওরফে জিন্নাহ (৬০), মো. জিয়াউর রহমান (৩১), মো. কৌশিক আদনান সুবহান (৩৭), মিজানুর রহমান (৪৩), মেরাজ আলী (৩০), মুফতি আবদুর রহমান বিন আতাউল্লাহ (৩৭), শাহরিয়ার ওয়াজেদ খান (৩৬), শরিফুল ইসলাম (৪৬)।

আরও পড়ুন: এমপি লিটন খুন হওয়ায় আমরা ক্ষতিগ্রস্তই হলাম: সৌরভের মা

 আর জে /জেইউ/এমএনএইচ/