আইনজীবী জেড আই খান পান্নার ওপর হামলার ঘটনায় আসকের উদ্বেগ



আসকসুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্নার ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একইসঙ্গে এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দেশের বেসরকারি এই মানবাধিকার সংগঠন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আসক-এর নির্বাহী সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার ওপর হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানাচ্ছে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে যাথাযথ শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছে।
আসকের বিবৃতিতে বলা হয়েছে, ‘গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২২ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে কিছু দুর্বৃত্তদের হাতে তার গাড়ি আক্রমণের শিকার হয়। এ সময় গাড়ির কাচ ভেঙে শরীরে লাগলে তিনি গুরুতরভাবে আহত হন। পরবর্তী সময়ে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।’ এতে আরও বলা হয়, ‘মুক্তিযোদ্ধা ও প্রতিথযশা মানবাধিকারকর্মী জেড আই খান পান্নার ওপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানাই আমরা। পাশাপাশি আমরা এই হামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ে জড়িতদের প্রেফতারের দাবি জানাই।’
প্রসঙ্গত, আইনজীবী জেড আই খান পান্না বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস কমিটির চেয়ারম্যান। একইসঙ্গে তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিল ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।