প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালকারী তিনজনকে নিয়ে সিআইডির সংবাদ সম্মেলন সোমবার

গ্রেফতারপ্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত নভেম্বরে গ্রেফতারের পর কয়েক দফা রিমান্ড শেষে সোমবার (১৪ জানুয়ারি)  এ বিষয়ে সংবাদ সম্মেলন করবে সংস্থাটি। গ্রেফতারকৃতদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে সিআইডি।

সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) নিউটন কুমার দত্ত বাংলা ট্রিবিউনকে জানান, প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে প্রতারণা করার অভিযোগে আমরা তিনজনকে আটক করি। প্রথমে পল্লবী থেকে আটক করা হয় একজনকে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী থেকে একজন ও রামপুরা থেকে  অপর একজনকে আটক করা হয়। গত বছরের ২৯ নভেম্বর তাদের গ্রেফতার করা হয়। প্রধানমন্ত্রীর সিল ও স্বাক্ষর জাল, জাল দলিল প্রস্তুত করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া একজনের কাছ থেকে ৪২ লাখ টাকা প্রতারণা করে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে।

তিনি আরও জানান, এই তিনজনকে প্রথমে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। তারপর আবার দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।