বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনা: ১৭ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

বুড়িগঙ্গায় লঞ্চডুবি (ছবি: ফোকাস বাংলা)বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চ দুর্ঘটনায় করা মামলায় ১৭ আগস্টের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জুন) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার মামলার এজাহারটি গ্রহণ করে প্রতিবেদনের জন্য এ তারিখ নির্ধারণ করেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২৯ জুন) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৪৩৭ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ময়ূর-২ লঞ্চের মালিকসহ ৬ জনকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (২৯ জুন) বুড়িগঙ্গায় মুন্সীগঞ্জ থেকে আসা 'মর্নিং বার্ড' নামের একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। লঞ্চে ৫০ যাত্রী ছিল বলে জানা গেছে। তবে স্থানীয়দের দাবি, লঞ্চে শতাধিক যাত্রী ছিল। দু’টি লঞ্চের সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৩২টি লাশ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে এখনও নিখোঁজ আছে। লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।1

আরও পড়ুন:

নদীর তলদেশে লঞ্চটি উল্টে আছে

‘ছোট দুর্ঘটনা’ অবহেলা করায় বড় দুর্ঘটনা

মর্গের সামনে স্বজনদের আহাজারি

স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বুড়িগঙ্গার তীর

বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবি, ৩০ লাশ উদ্ধার

লাশ তুলে শেষ করতে পারছেন না ডুবুরিরা

‘ছোট দুর্ঘটনা’ অবহেলা করায় বড় দুর্ঘটনা

পোস্তগোলা ব্রিজে আটকে গেছে উদ্ধারকারী জাহাজ

সিসিটিভি ফুটেজে দুর্ঘটনা: মুহূর্তে তলিয়ে যায় ‘মর্নিং বার্ড’

লঞ্চডুবি: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক