ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: তদন্ত কর্মকর্তা করোনায় আক্রান্ত, সাক্ষ্যগ্রহণ হয়নি

 

মজনু

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামি মজনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য বিচারক ১৪ অক্টোবর দিন ধার্য করেন।

রবিবার (১১ অক্টোবর ) মামলার তদন্ত কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় আদালতে হাজির হয়নি। তাই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। এদিন আদালতে মজনু হাজির ছিলেন। এ পর্যন্ত ১১  জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

আদালতে সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

২৬ আগস্ট আদালত অভিযোগ গঠন করেন। এর আগে ১৬ আগস্ট ঢাকার নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।

প্রসঙ্গত,  ৫ জানুয়ারি বিকাল সাড়ে ৫টার পর বিশ্ববিদ্যালয়ের বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। কুর্মিটোলা বাসস্টেশনে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। মাঝপথে তাকে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞান ফেরে ওই ছাত্রীর। পরে তিনি রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরের দিন তার বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।