X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজধানীর হাজারীবাগে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৫, ০১:০১আপডেট : ১৭ মে ২০২৫, ০১:০১

রাজধানীর হাজারীবাগ থানাধীন পৃথক দুই ঘটনায় এক শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন- রায়েরবাজারের নুর ইসলাম (২৪) ও জিগাতলায় সামিউর রহমান আলভি (২৭)।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় রায়েরবাজার পুলপাড় এলাকার দূর্গা মন্দিরের গলিতে ও জিগাতলায় দারোগাবাড়ির গলিতে এ দুটি ঘটনা ঘটে।

রায়েরবাজার পুলপাড়ের দুর্গা মন্দিরের গলিতে সন্ধ্যা ৭টার দিকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইভেন্ট ফটোগ্রাফার নুর ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই উসমান গণি জানান, নুর একটি ইভেন্ট শেষে আরও তিন বন্ধুর সঙ্গে শংকরের বাসায় ফিরছিলেন। পথে ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা দুটি দামি ক্যামেরা ছিনিয়ে নেয় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

হাজারীবাগ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘রায়েরবাজারের ঘটনাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

অন্যদিকে জিগাতলায় পূর্বশত্রুতার জেরে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই সময় জিগাতলা বাসস্ট্যান্ডের পাশে দারোগাবাড়ি গলিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামিউর রহমান আলভি। এ সময় পূর্বশত্রুতার জেরে ১৫-২০ জনের একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে আলভি ও তার চার বন্ধু—ইসমাইল, জাকারিয়া, দৃশ্য ও আশরাফুল গুরুতর আহত হন।

প্রথমে তাদের জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৯টায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলভিকে মৃত ঘোষণা করেন।

আহত ইসমাইল বলেন, ‘আমরা পাঁচ বন্ধু জিগাতলায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ ১৫-২০ জন কিশোর আমাদের ওপর হামলা করে। আলভি মারা গেছে, আমরা চার জন আহত।’

আলভির বন্ধু তানভীর হোসেন জানান, তিনি (আলভি) মোহাম্মদপুর ডা. মালেকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন হাজারীবাগের বিডিআর গেট ৫ নম্বর এলাকায়। তার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝড়া উপজেলার সুজনকাঠি গ্রামে।

এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘জিগাতলার ঘটনায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এবি/কেএইচটি/
সম্পর্কিত
বাড্ডায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
তেজগাঁওয়ে শিশু হত্যাকাণ্ড: ৪ দিনেও আসামি শনাক্ত না হওয়ায় এলাকাবাসীর বিক্ষোভ
সর্বশেষ খবর
আজ খোলা থাকবে সরকারি অফিস
আজ খোলা থাকবে সরকারি অফিস
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৫)
বাড্ডায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
বাড্ডায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
সর্বাধিক পঠিত
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন