‘তোরে খামু, তোর মামলাও খামু’

রাজশাহী বিশ্ববিদ্যালয়‘তোরে খামু, তোর মামলাও খামু’ এভাবেই উড়ো চিঠির মাধ্যমে জীবননাশের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মু. আলী আসগর। এই ঘটনায় রবিবার (৬ ডিসেম্বর) রাতে নগরীর মতিহার থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জিডির বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, ৬ ডিসেম্বর তিনি বিশ্ববিদ্যালয় পোস্ট অফিসের মাধ্যমে একটি চিঠি পান। এতে তার জীবননাশের হুমকি দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়, ‘যতই মামলা করিস তার কোনও লাভ হবে না। এটা মনে রাখিস তোর লোকরে চাকরি হবে না আসগর। তোর খবর করে দিবো। সাবধান থাকিস তোরে ঘিরে আছি আমরা। চুপ থাক না হলে বাচবি না। তোরে খামু, তোর মামলাও খামু।’

জিডিতে তিনি জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগের শিক্ষক নিয়োগ বিষয়ে তিনি ২০১৯ সালের ১৮ আগস্ট হাইকোর্টে রিট পিটিশন করেন। ওই পিটিশনের ভিত্তিতে ২০২০ সালের ২৯ জানুয়ারি হাইকোর্টের রায়ে বিভাগের তিন শিক্ষকের নিয়োগ বাতিল হয়। নিয়োগ বাতিলকৃত তিন জন শিক্ষক হচ্ছেন- শামসুন নাহার, মো. মুখতার হুসাইন এবং রেজভী আহমেদ ভুঁইয়া। রিট পিটিশনটি বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন।

IMG_20201207_114326 (1)মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা জিডি পেয়েছি। এই বিষয়ে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।’