ঈদযাত্রীর বালিশের ভেতরে ৬০ লাখ টাকার হেরোইন

রাজধানীর আদাবরে এক ব্যক্তির বালিশের ভেতর থেকে ৬০ লাখ টাকার হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-২। বুধবার (১২ মে) দুপুরে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদাবর বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন আন্তঃজেলা মাদককারবারি চক্রের সদস্য সোহেলকে (২৭) গ্রেফতার করা হয়। তার সঙ্গে থাকা বিছানাপত্র তল্লাশি করে বালিশের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬০ লাখ টাকা মূল্যের ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিছানাপত্র নিয়ে গ্রামের বাড়ি যাওয়া ছদ্দবেশ ধারণ করে বালিশের মধ্যে হেরোইন বহন করছিল। আইনশৃঙ্খলা বাহিনী যাতে সন্দেহ না করে এবং সন্দেহ করলেও যাতে তল্লাশি করে কিছুই না পায় মূলত সে জন্যই এবাবে মাদক বহন করছিল সে।

জিজ্ঞাসাবাদে পাচারকারী আরও জানায়, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে মাদক বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীর বিভিন্ন মাদক কারবারীদের কাছে হস্তান্তর করে আসছিল। প্রতিবার মাদক বহনের ক্ষেত্রে সে বিভিন্ন নতুন নতুন কৌশল অবলম্বন করে থাকে বলেও জানায়।