অশ্লীল ছবি দিয়ে নারীদের নামে ফেসবুক অ্যাকাউন্ট, ২ যুবক গ্রেফতার

অশ্লীল ছবি ব্যবহার করে নারীদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে ব্ল্যাকমেইল করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২২ জুন) ভোরে সুজন রায় ও দীপন বিশ্বাস নামে দুই ব্যক্তিকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করা হয়। বাংলা ট্রিবিউনকে এর সত্যতা নিশ্চিত করেছেন, পুলিশ সদর দফতরের ল'ফুল ইন্টারসেপশান সেলের এআইজি মীর আবু তৌহিদ।

তিনি বলেন, পুলিশ সাইবার সাপোর্ট উইমেন ফেসবুক পেইজে এক নারী অভিযোগ করেন। ওই নারীর অভিযোগ, তার নাম ব্যবহার করে এবং অশ্লীল ছবি দিয়ে ফেক আইডি তৈরি করা হয়েছে। তাকে ভয়-ভীতি দেখানো হচ্ছে, ব্ল্যাকমেইল করা হচ্ছে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সাহায্যে অভিযুক্ত ব্যক্তিদের অবস্থান মৌলভীবাজার বলে শনাক্ত করা হয়। পুলিশ সদর দফতরের নির্দেশনায় মৌলভীবাজার জেলা পুলিশের সহায়তায় অপরাধীদের গ্রেফতার করা হয়।

এআইজি মীর আবু তৌহিদ আরও বলেন, গ্রেফতারকৃত সুজন রায়কে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে বিভিন্ন তথ্য প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন নারীদের ছবি এডিট করে এবং প্রতারণার কাজে ব্যবহৃত ভুয়া ফেসবুক আইডি সন্ধান পাওয়া যায়। সে দীর্ঘদিন ধরে নারীদের ছবি সংগ্রহ করে তা আপত্তিকর ভাবে এডিট করে ফেসবুক আইডি তৈরি করে ব্ল্যাকমেইল করে আসছিল।

গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মৌলভীবাজার সদর থানায় মামলা দায়ের হয়েছে।