X
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

ডা. জাহাঙ্গীর কবিরের নামে ভুয়া ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ১৭:১৪আপডেট : ০২ জুন ২০২৫, ১৭:১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. জাহাঙ্গীর কবিরের নামে শত শত ভুয়া ফেসবুক আইডি ব্লক বা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ডা. জাহাঙ্গীর কবিরের ফেসবুক পেজটি সচল বা পুনরুদ্ধার করতে বিবাদীর নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

পাশাপাশি ডা. জাহাঙ্গীর কবিরের ফেসবুক পেজটি পুনরুদ্ধার এবং তার নামে থাকা ভুয়া ফেসবুক পেজ বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বরাবর করা আবেদন চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেল আদালত।

তার রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (২ জুন) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদ আল রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তারিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী।

এর আগে ফেসবুক পেজ পুনরুদ্ধার ও ভুয়া পেজ বন্ধের আর্জি জানিয়ে গত ১২ মে বিসিআরসির চেয়্যারম্যান বরাবর আবেদন করেন ডা. জাহাঙ্গীর কবির।

আবেদনে বলা হয়, আমি ডা. মুহাম্মাদ জাহাঙ্গীর কবির, দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য সচেতনতা ও ওষুধমুক্ত জীবনযাপন নিয়ে কাজ করে আসছি। আমার পরিচালিত ভেরিফায়েড ফেসবুক পেজ "Dr. Jahangir Kabir" (লিংক: facebook.com/Drjahangirkabircmc),  যেখানে ৩.৬ মিলিয়নের বেশি মানুষ যুক্ত ছিলেন। তা গত ২৪ এপ্রিল হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৬ এপ্রিল রাজধানীর বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমার বিশ্বাস, এই পেজের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার মানুষ বিনামূল্যে স্বাস্থ্য শিক্ষা পেয়ে উপকৃত হচ্ছিলেন।

এদিকে একই নামে বহু ভুয়া পেজ ও বিজ্ঞাপন চালু রয়েছে— যেগুলো আমার নাম-ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করছে। এসব প্রতারকদের কারণে আমার সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং মানুষ বিভ্রান্ত হচ্ছে। এসব পেজের বিরুদ্ধে আমি গত ২৬ এপ্রিল বাড্ডা থানায় আরেকটি জিডি করি। বিটিআরসি কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ— আমার ভেরিফায়েড পেজটি  ‍পুনরায় চালু করা এবং আমার নামে ভুয়া পেজ ও প্রতারণামূলক বিজ্ঞাপন বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।

এরপর ভেরিফায়েড পেজটি পুনরায় চালু করা, ভুয়া পেজ ও প্রতারণামূলক বিজ্ঞাপন বন্ধে ব্যবস্থা এবং প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে সরকার ও ফেসবুক কর্তৃপক্ষ (ফেসবুকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ) বরাবর গত ২০ মে আইনি নোটিশ পাঠান ডা. মুহাম্মাদ জাহাঙ্গীর কবির।

এরপর নোটিশের বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ না করায় গত ২৫ মে ডা. জাহাঙ্গীর কবিরের পক্ষে আইনজীবী মো. তারিকুল ইসলাম হাইকোর্টর সংশ্লিষ্ট শাখায় রিট করেন।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
ড. ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টের রুল
ঢাকার বাইরে হাইকোর্ট: আইনজীবীদের ক্ষোভ, আছে সাংবিধানিক প্রতিবন্ধকতাও
লাল চাঁদ হত্যার ঘটনা তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
সর্বশেষ খবর
বিএমইউতে ৫০০ রোগীকে আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা
বিএমইউতে ৫০০ রোগীকে আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা
শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
দুবাইতে যেসব ছবি তুললে জরিমানা হতে পারে কোটি টাকা
দুবাইতে যেসব ছবি তুললে জরিমানা হতে পারে কোটি টাকা
তত্ত্বাবধায়কের রায়ে সন্তুষ্ট, অসঙ্গতি নিয়ে এ মাসেই আপিল করবো: বদিউল আলম
তত্ত্বাবধায়কের রায়ে সন্তুষ্ট, অসঙ্গতি নিয়ে এ মাসেই আপিল করবো: বদিউল আলম
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩৩ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩৩ লাখ টাকার ইলিশ
গ্রিনকার্ড রক্ষায় ছুটলেন শাকিব খান
গ্রিনকার্ড রক্ষায় ছুটলেন শাকিব খান
শক্তিশালী হচ্ছে টাকা, তবু চড়া দামে কেন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
শক্তিশালী হচ্ছে টাকা, তবু চড়া দামে কেন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অতিরিক্ত মুনাফার প্রলোভন: লেনদেনে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
অতিরিক্ত মুনাফার প্রলোভন: লেনদেনে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
সাকিবকে দলে ফেরানো নিয়ে যা বললেন বুলবুল
সাকিবকে দলে ফেরানো নিয়ে যা বললেন বুলবুল