লকডাউন বাস্তবায়নে রাজধানীতে আরও ৬০৪ জন গ্রেফতার

কঠোর লকডাউনের মধ্যে বিধিনিষেধ অমান্য করার অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আরও ৬০৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। ডিএমপির ৫১টি থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে সোমবার (১২ জুলাই) তাদের গ্রেফতার করা হয়।

আজ কঠোর লকডাউনের ১২তম দিন চলছে।

সোমবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম এ সব তথ্য জানান। তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬৮ জনকে ২ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক বিভাগ ৭২৭ গাড়িকে ১৫ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে।’

লকডাউনের আদেশ অমান্য করে অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ার অভিযোগে গত ১১ দিনে ডিএমপি এলাকায় ৭ হাজার ২৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।