অনলাইনে হাতের কাজের পণ্য!

17359176_1063572470413342_1871648793793838128_oকেনা কাটা এখন অনলাইনেই সুবিধাজনক হয়ে উঠছে। উত্তরা থেকে নিউমার্কেট এসে কেনাকাটা বেশ কষ্টসাধ্য। তবে ঘরে হাতের কাছে ক্যাশ অন ডেলিভারি থাকলে আর ভাবনা কী। তাই সবাই এখন কমবেশি অনলাইন কেনাকাটা বেছে নিয়েছেন। আর এমন অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম বুটিকশপ সংসারবিডি।

চার বছর ধরে অনলাইনে কেনাবেচা করে আসছে প্রতিষ্ঠানটি। শুরু থেকেই হাতের কাজের সালোয়ার কামিজ, শাড়ি, বেডশিট, নকশি কাঁথা ইত্যাদি তৈরি ও বিক্রয় করে আসছে।

৪র্থ বছর পুর্তি উপলক্ষে সংসারবিডি’র অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসারবিডির স্বত্ত্বাধিকারী আফসানা মিনা, এক্সিকিউটিভ ডিরেক্টর শরীফ আল বারীসহ আমন্ত্রিত অতিথিরা।

অনলাইনে তারাই প্রথম নকশি কাঁথা বিক্রি শুরু করেন। এবং হাতের কাজের সব পণ্যেই ক্রেতাদের চাহিদা দারুণ।

/এফএএন/