বাবার দায়িত্ব বাড়াতে ‘প্রিয় বাবা ক্যাম্পেইন’

IMG_2800পারিবারিক নির্যাতন প্রতিরোধ, মাতৃত্বকালীন সময়ে মায়ের ও সন্তানের যত্ন, জেন্ডারসম আচরণ এবং গৃহস্থালি তত্ত্বাবধানে পুরুষের অংশগ্রহণ বাড়াতে প্রমুন্ডো ইউএস এবং সিএমএমএস বাংলাদেশে পিতাদের তথা পুরুষদের সাথে নিয়ে প্রিয়বাবা প্রকল্প বাস্তবায়ন করেছে।

এই প্রকল্পের প্রতিপাদ্য ছিল দায়িত্বশীল পিতা, সুখীপরিবার, সমৃদ্ধশালী দেশ। এই প্রকল্পের মাধ্যমে গৃহস্থালি পরিমণ্ডলে পুরুষের অংশগ্রহণের ফলে ম্যাসকিউলিনিটির ব্যতিক্রমি প্রতিফলন তৈরি এবং প্রচলিত জেন্ডার প্রথার বাইরে এনে নারী ও শিশু নির্যাতন দমনে পুরুষদের অংশগ্রহণ নিশ্চিৎ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব নাহিম রাজ্জাক এমপি, সদস্য, সংসদীয় স্থায়ী কমিটি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অ্যাবিগেইল ফ্রাইড, প্রোগ্রাম সহকারী, প্রোমুন্ডো ইউএস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর সৈয়দ মো: শাইখ ইমতিয়াজ। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এ জে এম শফিউল আলম।

/এফএএন/