আসছে রবিবার মা দিবস। মা দিবসে মায়ের জন্য কিছু না কিছু করতে চান সন্তানরা। মাকে উপহার দেওয়ার পাশাপাশি মায়ের সঙ্গে একান্তে কিছু সময় কাটিয়ে ভালোবাসার প্রকাশ করেন তারা। মা দিবস উপলক্ষে নানা ধরনের অফার থাকছে রেস্টুরেন্টগুলোতে। জেনে নিন বিস্তারিত।
- পিৎজা হাটে মা দিবস উদযাপন করতে পারেন। নিজের জন্য অর্ডার করলে মায়ের জন্য পিৎজা পাবেন বিনামূল্যে। অফারটি শুধুমাত্র ডাইন ইনের জন্য প্রযোজ্য।
- মা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন থাকছে ঢাকা রিজেন্সি হোটেলে। 'ক্যান্ডেল লাইট ডিনার ডেট উইথ মম' আয়োজনে একটি ভালোবাসায় মোড়ানো সন্ধ্যা উপভোগ করতে পারবেন ৬ হাজার ৬৬৬ টাকায়। এছাড়াও লেভেল-৬ এ অবস্থিত গ্রান্ডিওস রেস্টুরেন্টে থাকছে ৫০ শতাংশ ছাড়ে গ্র্যান্ড বুফে ডিনার ৫ হাজার ৫৫৫ টাকায়।
- হাক্কা ঢাকার বনানী শাখায় ডাইন-ইনে পাবেন একটির সঙ্গে আরেকটি প্ল্যাটার একদম বিনামূল্যে। ১১, ১২ এবং ১৩ মে এই অফারটি গ্রহণ করতে পারবেন।
- ওয়েস্টিন ঢাকায় মা দিবস উপলক্ষে কেকের উপর ২০ শতাংশ ছাড় থাকছে। এছাড়া ওয়েস্টিন স্পা এবং বিউটি স্যালনেও মিলবে ২০ শতাংশ ছাড়।
- র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মা দিবস উপলক্ষে ৫০ শতাংশ ছাড় থাকছে বুফে ডিনারে। কেকের উপরে থাকছে ২৫ শতাংশ ছাড়।