ত্বক উজ্জ্বল করে বেসন

ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতে নিয়মিত বেসনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এটি ত্বকের কালচে দাগ দূর করার পাশাপাশি নরম ও কোমল করে ত্বক। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন বেসনের ফেসপ্যাক।

বেসন
বেসন ও দই
১ টেবিল চামচ বেসনের সঙ্গে টক দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। পরিষ্কার ত্বকে মিশ্রণটি লাগিয়ে রাখুন। শুকিয়ে টানটান হয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
বেসন ও দুধ
যাদের ত্বক শুষ্ক তাদের জন্য কার্যকর এই ফেসপ্যাকটি। প্রয়োজন মতো বেসনের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। ২০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
বেসন ও টমেটো
ত্বকের কালচে দাগ দূর করতে পারে টমেটো ও বেসনের ফেসপ্যাক। অর্ধেকটি টমেটো কেটে ব্লেন্ড করে নিন। ৩ টেবিল চামচ বেসনের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ২০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
লেবুর রস ও বেসন
ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এই ফেসপ্যাক। ১ টেবিল চামচ বেসনের সঙ্গে প্রয়োজন মতো লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
হলুদ, দুধ ও বেসন
১ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ চিমটি হলুদ ও প্রয়োজন মতো দুধ মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে ফেলে ধুয়ে ফেলুন। এটি ব্রণের দাগ দূর করবে। পাশাপাশি ত্বক হবে কোমল ও উজ্জ্বল।
কমলার খোসা, বেসন ও দুধ
১ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ চা চামচ কমলার খোসার গুঁড়া মেশান। দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। ঘষে ঘষে ত্বকে লাগান মিশ্রণটি। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করবে এই ফেসপ্যাক।

তথ্য: বোল্ডস্কাই