চুল রাঙাবে দারুচিনি

চুলে হালকা রঙিন আভা আনতে চাইছেন? প্রাকৃতিক উপকরণের সাহায্যে রাঙাতে পারেন চুল। কেমিক্যালমুক্ত এসব উপকরণ ব্যবহারে নেই চুল নষ্ট হওয়ার ভয়। জেনে নিন দারুচিনির দুটি হেয়ার প্যাকের সাহায্যে কীভাবে রঙিন করবেন চুল।   

xNatural-Hair-Color-with-Cinnamon-1.jpg.pagespeed.ic.GZiR0HlPso

দারুচিনি ও কফি

  • একটি বাটিতে আধা কাপ দারুচিনি গুঁড়া নিন।
  • আধা কাপ কফি পাউডার মেশান।
  • ১/৩ কাপ কফির লিকার দিয়ে নেড়ে নিন।
  • ৬ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মেশান।
  • স্প্রে বোতলের সাহায্যে পানি ছিটিয়ে সামান্য ভিজিয়ে নিন চুল।
  • দারুচিনির মিশ্রণ লাগান চুলে।
  • ১ ঘণ্টা অপেক্ষা করে ঠাণ্ডা পানি ও ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • সপ্তাহে দুইবার এটি ব্যবহার করুন দ্রুত ফল পেতে।

দারুচিনি ও লেবু

  • আধা কাপ দারুচিনির গুঁড়া নিন।
  • ১/৪ কাপ অ্যালোভেরা জেল মেশান।
  • ১/৪ কাপ লেবুর রস মিশিয়ে নেড়ে নিন।
  • মিশ্রণটি চুলে ১ ঘণ্টা লাগিয়ে রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

তথ্য: গ্লোপিঙ্ক