কোঁকড়া চুলের যত্ন

কোঁকড়া চুল তার নিজস্ব সৌন্দর্যেই অমলিন। তবে পেঁচিয়ে নামা চুলগুলো সামলাতে হিমশিম খেয়ে যান অনেকেই। এছাড়া এ ধরনের চুল খুব সহজে রুক্ষ হয়ে যায়। জেনে নিন কোঁকড়া চুলের যত্নআত্তি সম্পর্কে।  

Curly+Hair+Tutorial

  • কোঁকড়া চুল খুব সহজেই শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। গোসল করার ১ ঘণ্টা আগে গরম তেল ম্যাসাজ করুন চুলে। গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন কিছুক্ষণ। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • খুব ঘন ঘন শ্যাম্পু ব্যবহার করবেন না। চেষ্টা করবেন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করার।
  • কোঁকড়া চুলে কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। শুকনা চুলে কন্ডিশনার ব্যবহার করুন। শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন ৩০ মিনিট। কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ভেষজ শ্যাম্পু ব্যবহার করুন।
  • কন্ডিশনার ব্যবহারের পর চুল আঁচড়ে নেবেন।
  • ব্রাশ ব্যবহার করবেন না চুলে। মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন।
  • ঘুমানোর আগে চুল ভালো করে বেঁধে নিন।
  • সাটিনের বালিশের কভার ব্যবহার করুন।
  • কোঁকড়া চুলের রয়েছে নিজস্ব সৌন্দর্য। তাই খুব বেশি স্টাইল করতে যাবেন না চুলে। হেয়ার জেল বা অন্যান্য হেয়ার স্টাইলিং প্রোডাক্ট কম ব্যবহার করার চেষ্টা করুন।

তথ্য: বোল্ডস্কাই