মা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন থাকছে ঢাকা রিজেন্সি হোটেলে। 'ক্যান্ডেল লাইট ডিনার ডেট উইথ মম' আয়োজনে একটি ভালোবাসায় মোড়ানো সন্ধ্যা উপভোগ করতে পারবেন ৬ হাজার ৬৬৬ টাকায়। এছাড়াও লেভেল-৬ এ অবস্থিত গ্রান্ডিওস রেস্টুরেন্টে থাকছে ৫০ শতাংশ ছাড়ে গ্র্যান্ড বুফে ডিনার ৫ হাজার ৫৫৫ টাকায়।
ফেসবুকে থাকছে 'উইন এ মাদার’স ডে স্পেশাল কেক' প্রতিযোগিতা, যেখানে ঢাকা রিজেন্সির পোস্টে মাকে ট্যাগ বা মেনশন করলেই জিতে নিতে পারেন সারপ্রাইজ কেক।