চোখের নিচে কালো দাগ পড়েছে?

রাত জাগা বা অতিরিক্ত কম্পিউটার, টিভি দেখা ও স্মার্টফোনে সময় কাটানোর কারণে কালচে দাগ পড়তে পারে চোখের নিচে। জেনে নিন কীভাবে দূর করবেন এই দাগ।

0863c75fd9ff76f01307d761fd6f26b6_XL

আন্ডার আই প্যাচ
চোখের নিচের কালো দাগ দূর করতে আন্ডার আই প্যাচ ব্যবহার করলে বেশ উপকার পাওয়া যায়।
ক্রিম
বাজারে উন্নতমানের কিছু আন্ডার আই ক্রিম পাওয়া যায়। এগুলোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ডার্ক সার্কেল দূর করতে কার্যকর। এক্ষেত্রে অ্যামিনো অ্যাসিড ও মিনারেল সমৃদ্ধ ক্রিম বেছে নিন।
শসা
চোখের উপর ঠাণ্ডা শসার টুকরা দিয়ে রেখে দিন আধা ঘণ্টা।  ভালো ফল পেতে হলে সপ্তাহে তিন দিন এটি করুন।
আন্ডার আই সেরাম
চর্মরোগ বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে ভালো মানের একটি আন্ডার আই সেরাম ব্যবহার করতে পারেন। এটি চোখের বলিরেখা ও ফোলা অংশ দূর করবে।
বাদামের তেল
চোখর নিচের কালো দাগ ও ফোলা ভাব দূর করতে বাদামের তেল বেশ উপকারী। ভালো ফল পেতে রাতে ঘুমানোর আগে চোখের নিচে মেখে রাখতে পারেন।
আন্ডার আই জেল
চোখের নিচের কালো দাগ কার্যকরভাবে দূর করতে পারে উন্নতমানের আন্ডার আই জেল। ক্রিম তৈলাক্ত বলে যারা তা ব্যবহার করতে অনিচ্ছুক, তারা জেল ব্যবহার করতে পারেন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া