চুল কালো করে ব্ল্যাক টি

চায়ের পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা কালো করার পাশাপাশি উজ্জ্বল ও সুন্দর করে চুল। অকালে চুল সাদা হয়ে যাওয়ার সমস্যায় পড়লে তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কালো চায়ের লিকার। লালচে ধরনের চুলেও কালচে সৌন্দর্য নিয়ে আসবে ব্ল্যাক টি।  

1a1a7004bb394a61ae7e8ca6515670ff

  • তিনটি ব্ল্যাক টি ব্যাগ ১ কাপ পানিতে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ছেঁকে নিন। চায়ের লিকার ব্রাশের সাহায্যে ভালো করে চুলে লাগান। ১ ঘণ্টা অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • কড়া লিকার বানিয়ে নিন চায়ের। চুল ধুয়ে ফেলুন লিকার দিয়ে। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন চুল।
  • ৭টি টি ব্যাগ, ২টি রোজমেরি পাতা ও ২টি অরিগেনো পাতা ফুটিয়ে নিন একসঙ্গে। মিশ্রণটি ঠাণ্ডা হলে চুলে লাগিয়ে রাখুন। ২ ঘণ্টা পর ধুয়ে ফেলুন পানি দিয়ে।
  • ৫ টেবিল চামচ চা পাতা ২ কাপ কফিতে ফুটিয়ে নিন। কয়েক ফোঁটা লেবুর রস মেশান। মিশ্রণটি দিয়ে চুল ধুয়ে নিন। কালো ও উজ্জ্বল হবে চুল।