বলিরেখা দূর করে ক্যাস্টর অয়েল

আঠালো ক্যাস্টর অয়েল কেবল চুলের যত্নেই অনন্য নয়, এটি ত্বকের সুস্থতার জন্যও কার্যকর। ব্রণ ও বলিরেখা দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করে এই তেল। আবার চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতেও এর জুড়ি মেলা ভার।  

ক্যাস্টর অয়েল
ব্রণ দূর করতে
ক্যাস্টর অয়েলে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বকের স্বাভাবিক ময়েশ্চারাইজ লেভেল নিয়ন্ত্রণে রেখে দূর করে ব্রণ। রাতে ঘুমানোর আগে ব্রণের উপর ক্যাস্টর অয়েল লাগিয়ে রাখুন। পরদিন সকালে ত্বক পরিষ্কার করে ফেলুন।
ঝলমলে চুলের জন্য
চুলের রুক্ষভাব দূর করে ঝলমলে ও উজ্জ্বল করে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলের সঙ্গে নারকেল তেল ও অলিভ অয়েল মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।  
চুল পড়া রোধ করতে
মেথি গুঁড়া করে ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলের গোড়ায় লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। বন্ধ হবে চুল পড়া।
বলিরেখা দূর করতে
চোখের আশেপাশের ত্বকে বলিরেখা পড়ে গেলে রাতে ঘুমানোর আগে ক্যাস্টর অয়েল লাগান ঘষে ঘষে। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
শুষ্ক ত্বকের যত্নে
শুষ্ক ও প্রাণহীন ত্বকের যত্নে সপ্তাহে একদিন ক্যাস্টর অয়েল লাগান।

তথ্য: এনডিটিভি