পরিষ্কার ও উজ্জ্বল ত্বকের জন্য বেসনের প্যাক

ত্বকের ভেতর থেকে ময়লা ও অতিরিক্ত তেল দূর করে বেসন। এছাড়া রোদে পোড়া দাগ দূর করে উজ্জ্বল ও কোমল করে ত্বক। জেনে নিন বেসনের বিভিন্ন প্যাক কীভাবে বানাবেন। 

besan-for-skin

  • ১ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ চা চামচ হলুদের গুঁড়া মেশান। পরিমাণ মতো পানি মিশিয়ে মসৃণ পেস্ট বানান। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • সমপরিমাণ বেসন ও মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগান। হালকা শুকিয়ে গেলে ভেজা আঙুল দিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ বেসনের সঙ্গে টমেটোর রস মিশিয়ে পেস্ট বানান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানির ঝাপটায় ভিজিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলুন।
  • বেসনের সঙ্গে পরিমাণ মতো টক দই মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • সমপরিমাণ বেসন ও মধু একসঙ্গে মিশিয়ে নিন। ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট।
  • বেসন ও পাকা পেঁপে একসঙ্গে মিশিয়ে ত্বকে চক্রাকারে ঘষে ঘষে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।