বলিরেখা দূর করে শসার প্যাক

প্রচণ্ড গরম থেকে ত্বককে সুরক্ষা দিতে শসার ফেস প্যাকের জুড়ি নেই। এই প্যাক দূর করতে পারে বলিরেখা ও ব্রণ। জেনে নিন ত্বকের যত্নে শসার ব্যবহার সম্পর্কে।

A-Homemade-Cucumber--Aloe-Face-Mask-To-Cool-Skin-As-Summer-Begins-iDiva-2_5ea17b6ac4ffd

  • ব্রণ দূর করতে শসা ব্লেন্ড করে লাগিয়ে রাখুন ত্বকে। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
  • ক্লান্ত ও ফুলে যাওয়া চোখের উপর শসার স্লাইস দিয়ে রাখুন ১০ মিনিট।
  • ৩ টেবিল চামচ শসার রসের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে স্প্রে বোতলে নিয়ে নিন। দিয়ে কয়েকবার এটি স্প্রে করে মুছে নিন ত্বক। ত্বকের বাড়তি তেল দূর হবে।
  • প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে এটি কোমল ও উজ্জ্বল রাখে ত্বক। শসার প্রায় ৯০ শতাংশই পানি। শসা পেস্ট করে মধু ও অ্যালোভেরা মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • শসার সঙ্গে ভিটামিন ই অয়েল মিশিয়ে ম্যাসাজ করুন ত্বকে। এটি বলিরেখা দূর করে টানটান রাখবে ত্বক।
  • ত্বক নরম করতে আধা চা চামচ গ্লিসারিনের সঙ্গে ১ চা চামচ শসার রস মিশিয়ে ত্বকে লাগান।