সমস্যা যখন ডার্ক সার্কেল

দুশ্চিন্তা কিংবা ঘুমের ঘাটতির কারণে চোখের আশেপাশের অংশ কালচে হয়ে যেতে পারে। এ থেকে রক্ষা পেতে প্রতিদিন আট ঘণ্টা ঘুম, পর্যাপ্ত পানি পান ও হেলদি লাইফস্টাইল জরুরি। পাশাপাশি সাহায্য নিতে পারেন ঘরোয়া পরিচর্যার।

home-remedies-to-remove-dark-circles

  • তুলোর টুকরা গোলাপজলে ভিজিয়ে নিংড়ে নিন। চোখের উপর দিয়ে শুয়ে থাকুন কিছুক্ষণ।
  • চোখের আশেপাশের ত্বকে নারকেল তেল ম্যাসাজ করুন রাতে ঘুমানোর আগে। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
  • টমেটোর রস লাগিয়ে রাখুন চোখের নিচে। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • ব্যবহৃত টি ব্যাগ ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। চোখের উপর দিয়ে শুয়ে থাকুন ১০ মিনিট।
  • কাঁচা দুধ ঠাণ্ডা করে তুলা ভিজিয়ে নিন। চোখের উপর রেখে শুয়ে থাকুন কিছুক্ষণ।
  • শসা স্লাইস করে কেটে ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা হলে চোখের উপর দিয়ে শুয়ে থাকুন ১৫ মিনিট।
  • পুদিনা পাতা পেস্ট করে চোখের নিচে লাগিয়ে রাখুন। ধুয়ে ফেলুন শুকিয়ে গেলে।