কটন বলের যত ব্যবহার

ছোট্ট এক টুকরো তুলো আপনাকে যেমন দিনভর ফ্রেশ রাখবে, তেমনি ঘরে থাকা পোকামাকড় দূর করতেও সাহায্য করবে। প্যাকেটে কিনতে পাওয়া যায় এ ধরনের কটন বল। জেনে নিন এগুলোর বিভিন্ন ব্যবহার সম্পর্কে।

cotton-balls-1494484415-2979860

  • বাসা থেকে বের হওয়ার সময় পারফিউমের বোতলের বদলে একটি কটন বলে পারফিউম নিয়ে সেটি জিপার ব্যাগের মধ্যে রেখে দিন। খুব গরম লাগলে কিংবা ক্লান্ত লাগলে কটন বলের পারফিউম লাগিয়ে নিন। নিমিষেই ফ্রেশ লাগবে।
  • কটন বলে রুম ফ্রেশনার লাগিয়ে ঘরের বিভিন্ন কোণে রেখে দিন। সুরভিত থাকবে রুম।
  • বর্ষাকালে পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। কটন বলে হলুদ গুঁড়ো লাগিয়ে রাখলে পিঁপড়া ও পোকার সমস্যা কমে।
  • কটন বলে ফিনাইল দিয়ে সেগুলো রান্নাঘর এবং ঘরের কোণে রেখে দিলে জীবাণুনাশকের কাজ করবে।

ee2b463426eb27372f19b33307d3654d

  • গ্লাভস দ্রুত ছিঁড়ে যাওয়া রোধ করতে আঙুলের কাছে কটন বল গুঁজে দিতে পারেন।
  • নতুন জুতা পরলে অনেক সময় ফোসকা পরে যায় গোড়ালিতে। কটন বলে অ্যান্টি-সেপ্টিক লাগিয়ে সেটি গুঁজে নিন গোড়ালির কাছে।
  • জুতা সাইজে বড় হলে সামনের অংশে কিছু কটন বল গুঁজে দিন।
  • পোশাক থেকে দাগ উঠছে না? রাবিং অ্যালকোহলে তুলা ভিজিয়ে ঘষে নিন দাগের উপর।
  • বর্ষাকালে আলমারিতে কাপড়ে অনেক সময় ভ্যাপসা গন্ধ হয়ে যায়। এ থেকে মুক্তি পেতে ভ্যানিলা এসেন্স কটন বলে লাগিয়ে আলমারির প্রতিটি কোণে রেখে দিন।