চুল পড়া কমানোর পাশাপাশি চুল ঘন করতে সাহায্য করে প্রাকৃতিক কিছু উপাদান। নারকেল তেল, ক্যাস্টর অয়েল, পেঁয়াজ এবং কালোজিরা মিশিয়ে ব্যবহার করতে পারেন চুলের যত্নে। সুস্থ চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ প্রোটিন সরবরাহ করে এই মিশ্রণ। ভিটামিন, খনিজ পদার্থ এবং ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় উপকারী কালোজিরাতে। এটি লিনোলিক অ্যাসিড, প্রোটিন, ক্যালসিয়াম এবং আয়রনের দুর্দান্ত উৎস, এসব উপাদান স্বাস্থ্যকর এবং ঘন চুলের জন্য প্রয়োজনীয়। পেঁয়াজের অ্যান্টিঅক্সিডেন্ট চুলের অকাল ধূসর হওয়া বন্ধ করতে সাহায্য করতে পারে। এর অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাবলী মাথার ত্বকে সংক্রমণ রোধ করতে সাহায্য করে।
- একটি পাত্রে ১ চা চামচ কালোজিরার তেল এবং ১ চা চামচ পেঁয়াজের তেল মিশিয়ে নিন। ডাবল বয়লার পদ্ধতি ব্যবহার করে একটু গরম করুন তেলের মিশ্রণ। চুলে লাগান ও ম্যাসাজ করুন কিছুক্ষণ। এক ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
- অতিরিক্ত আর্দ্রতার জন্য পেঁয়াজ কালোজিরার তেল এবং মধু মিশিয়ে চুলের প্যাক হিসেবে লাগান।
- সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও নারকেল তেল ভালো করে মিশিয়ে একটি কাচের বোতলে নিয়ে নিন। একটি বড় প্যানে পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানি নামিয়ে তেলের বোতল রাখুন পানির মধ্যে। গরম হয়ে গেলে মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। ১ ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন।
- মেহেদির পেস্টে কালোজিরার গুঁড়া মিশিয়ে চুলে লাগান। মিশ্রণটি চুলে ৩০ মিনিট লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- পানিতে খানিকটা কালোজিরা ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে ছেঁকে আপেল সিডার ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিন। ঘণ্টা খানেক পর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- সমপরিমাণ অলিভ অয়েল ও কালোজিরার তেল একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন সকালে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
- ১ টেবিল চামচ মেথি ও ১ টেবিল চামচ কালোজিরা আলাদা আলাদা করে গুঁড়া করে নিন। ১টি কাচের বোতলে ১০০ মিলি নারকেল তেল নিয়ে মেথি ও কালোজিরা গুঁড়া দিয়ে ঝাঁকিয়ে নিন। একটি বড় প্যানে পানি ফুটিয়ে নিন। ফুটে উঠলে নামিয়ে তেলের বোতল পানির মধ্যে বসিয়ে দিন ১৫ মিনিটের জন্য। কড়া রোদে আরও ৫দিন রেখে ব্যবহার করুন এই তেল।