হাতের খসখসে ভাব দূর করবেন যেভাবে

কোরবানি ঈদে কাজ থাকে বেশি। মাংস কাটা, ধোয়া থেকে শুরু করে রান্না পর্যন্ত হাত দুটোর উপরে ভালোই চাপ পড়ে। অতিরিক্ত পানি ও সাবান ব্যবহারের কারণে খসখসে হয়ে পড়া হাতে কীভাবে ফিরিয়ে আনবেন কোমলতা, জেনে নিন সেটা।

Hand-Care-With-Natural-Home-Remedies11

  • অলিভ অয়েলের সঙ্গে চিনি মিশিয়ে হাতের ত্বক স্ক্রাবিং করুন। কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
  • ওটের গুঁড়া ও অলিভ অয়েল মিশিয়ে নিন কুসুম গরম পানির সঙ্গে। হাত কিছুক্ষণ ডুবিয়ে রাখুন।
  • রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন দুই হাতে। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
  • সামান্য গ্লিসারিনের সঙ্গে লেবুর রস মিশিয়ে হাতে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • গামলায় কুসুম গরম পানির সঙ্গে কয়েক ফোঁটা শ্যাম্পু ও অলিভ অয়েল মিশিয়ে নিন। হাত ডুবিয়ে রাখুন ১৫ মিনিট। নরম ব্রাশ দিয়ে নখ ও হাতের ত্বক ঘষুন। হাত পানি দিয়ে ধুয়ে হ্যান্ড ক্রিম ব্যবহার করুন।