শুরু হচ্ছে চিত্র প্রদর্শনী ‘আগস্ট: এক অন্ধকার অধ্যায়’

শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় স্বপরিবারে। এই আগস্ট মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয় গ্রেনেড হামলার মাধ্যমে। শোকের মাসের নিষ্ঠুরতা, বিষাদ ও আবেগ ক্যানভাসে নিয়ে এসেছেন তরুণ চিত্রশিল্পী জাকির হোসেন পুলক। হাসুমনির পাঠশালার আয়োজনে শিল্পীর একক চিত্র প্রদর্শনী ‘আগস্টঃ এক অন্ধকার অধ্যায়’ শুরু হচ্ছে আগামীকাল ২৯ আগস্ট। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারিতে প্রদর্শনীটির উদ্বোধন করা হবে শনিবার সকাল ১১টায়।

118598340_1433664220163503_1705378365182725535_n
শিল্পী জাকির হোসেন পুলক বলেন, ‘আগস্ট আমাদের সবার জন্যই এক বিষাদময় কালো অধ্যায়। ১৫ আগস্টে নিহত সকলের ছবি দেখলে অথবা গ্রেনেড হামলার দিনের বঙ্গবন্ধু কন্যার বিষাদময় ছবিটি দেখলে আমি যেন সেই মুহূর্তটি অনুভব করতে পারি। ছবি আঁকতে বসে খেয়াল করেছি সেই মুহূর্তের নিষ্ঠুরতা বা বেদনা ছবিতে তুলে ধরা যায় না, সেটা শুধু অনুভবেই রয়ে যায়।’
সেপ্টেম্বরের ৪ তারিখ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি।