ত্বক ও চুলের প্রাণ ফেরাবে কফি

  • ত্বকের মৃত কোষ দূর করতে কফি কার্যকরী। শুধু মুখে নয়, ফাঁটা গোড়ালি বা শুষ্ক হাতের ক্ষেত্রেও কফি স্ক্রাব খুব উপকারী। এই স্ক্রাব বানানোর জন্য ১ চা চামচ কফি গুঁড়ো এবং আধা চা চামচ জোজোবা অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। মুখ কিংবা প্রয়োজনীয় অংশে এই স্ক্রাব লাগিয়ে ভালোভাবে ঘষে ধুয়ে ফেলুন।
  • গরম পানিতে কফি মিশিয়ে ফুটিয়ে তা আইস ট্রেতে ঢেলে জমতে দিন। একটি সুতির কাপড়ে এই বরফ মুড়ে চেপে চেপে পুরো মুখে লাগান। এতে ত্বকে উজ্জ্বলতা আসবে এবং লোমকূপ ছোট হবে।
  • ১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ২ চা চামচ কফি মিশিয়ে কয়েকদিন রেখে দিন। একটি ডাবল বয়লার নিয়ে তাতে ১ টেবিল চামচ এই তেল এবং ২ টেবিল চামচ কোকো বাটার ভালোভাবে মিশিয়ে নিন। পুরনো লিপস্টিক বা লিপবামের কৌটোয় ভরে রেখে দিন। এটি ব্যবহারে ঠোঁট হবে কোমল।
  • শ্যাম্পু শেষে কফির লিকার দিয়ে ধুয়ে নিন চুল। কালো ও উজ্জ্বল হবে চুল।
  • কফি চুলের কালচে রঙ আরও গাঢ় করতে সাহায্য করে। চুলে কোনও রকম রঙ করা থাকলে তাও দীর্ঘস্থায়ী করে। পছন্দের কন্ডিশনারের সঙ্গে সামান্য টাটকা কফি লিকার মিশিয়ে চুলে লাগিয়ে ৫ মিনিট রেখে দিন। তারপর স্বাভাবিকভাবে চুল ধুয়ে নিন।
  • চুলের গোড়া পরিষ্কার রাখতে কফি ব্যবহার করতে পারেন। এজন্য ১ টেবিল চামচ কফি, ১ টেবিল চামচ চিনি এবং পরিমাণ মতো নারকেল তেল মিশিয়ে একটি পাতলা মিশ্রণ তৈরি করুন। শ্যাম্পু করার আগে এই মিশ্রণ চুলের গোড়ায় ম্যাসাজ করুন।