শ্যাম্পুর আগে কন্ডিশনার ব্যবহার করলে কী হয়?

শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার ব্যবহার করলে চুল জটহীন মসৃণ হয় বলে জানি আমরা। তবে রূপ বিশেষজ্ঞরা বলছেন, শ্যাম্পু করার আগেই কন্ডিশনার লাগালে চুলে আসবে ভলিউম। এই পদ্ধতিকে বলা রিভার্স ওয়াশিং।

 

যেভাবে ব্যবহার করবেন
শ্যাম্পু করার আগে চুল সামান্য ভিজিয়ে কন্ডিশনার ব্যবহার করুন। শুকনো চুলে লাগাবেন না কন্ডিশনার। তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। এতে চুলের অতিরিক্ত তেল দূর হবে। শ্যাম্পুর পর আর কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই।

জেনে নিন

  • যাদের চুল অতিরিক্ত পাতলা ও তেলতেলে, তাদের জন্য এই পদ্ধতি অধিক কার্যকর।
  • যারা চুলে নিয়মিত কেমিক্যাল যেমন জেল, হেয়ার স্প্রে ব্যবহার করেন, তারাও এই পদ্ধতিতে শ্যাম্পু করতে পারেন।
  • চুল খুব ঘন ও শুষ্ক যাদের, তারা শ্যাম্পুর পরেই কন্ডিশনার ব্যবহার করুন।
  • চুল মাত্রাতিরিক্ত শুষ্ক হলে শ্যাম্পুর আগে একবার ও পরে একবার কন্ডিশনার ব্যবহার করুন।