পুরান ঢাকা মানেই কাচ্চির সুগন্ধ। ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার ছড়িয়ে ছিটিয়ে আছে এলাকাটির অলিগলিজুড়ে। জেনে নিন পুরান ঢাকায় ঢুঁ মারলে কোন খাবারগুলো খেতে ভুলবেন না।
- নাজিরা বাজারের হাজির বিরিয়ানি।
- কাজি আলাউদ্দিন রোডে অবস্থিত বিসমিল্লাহ কাবাব ঘরের কাবাব।
- গেণ্ডারিয়ার কেশব ব্যানার্জি রোডের কিছুক্ষণ রেস্তোরাঁর কাটলেট।
- বেচারাম দেউড়ির নান্নার মোরগ পোলাও।
- ঐতিহ্যবাহী বাকরখানি। বিভিন্ন গলির দোকানে পাওয়া যায় এটি।
বাকরখানি - জনসন রোডে অবস্থিত বিউটির লাচ্ছি।
- লালবাগ রয়াল হোটেলের বাদামের শরবত।
- নবাবপুর রোডে রথখোলার মোড়ে অবস্থিত বাবুল দাসের মাঠা।
- চকবাজারের নূরানির লাচ্ছি ও লেবুর শরবত।
- গ্র্যান্ড নবাবের কাচ্চি বিরিয়ানি।