ঈদ স্পেশাল

গরমে আরামে ঈদ ফ্যাশন

এবারের ঈদ পড়েছে বর্ষার একদম মাঝে। ফলে পোশাক বেছে নেওয়ার আগে হঠাৎ বৃষ্টির বিষয়টি মাথায় রাখতেই হবে। আবার বৃষ্টির পরপরই তীব্র রোদের ভ্যাপসা গরমেও নাজেহাল হতে হচ্ছে। তাই পোশাকে থাকতে হবে স্বস্তিও। 

 

পোশাক: অরিত্রি

শপিং মলগুলোতে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। বসুন্ধরা শপিং মলে কাফতানের খোঁজে এসেছেন নিগার সুলতানা। তিনি রাজধানীর কলাগাবানের বাসিন্দা। জানালেন, গরম ও বৃষ্টির কথা মাথায় রেখে জর্জেট কাপড়ের কাফতান খুঁজছেন তিনি। জর্জেট কাপড়ের সুবিধা হচ্ছে এটি বাতাসে দ্রুত শুকিয়ে যায়। ফলে ভিজলেও ক্ষতি নেই। 

 

পোশাক: ফালাক


বেসরকারি চাকরিজীবী আফরোজা প্রমা অবশ্য সুতিতেই বেশি স্বাচ্ছন্দ্য। তিনি ধানমন্ডির জয়ীতাতে ন্যাচারাল ডাইয়ের পোশাক কিনছিলেন। প্রমা জানালেন, দিনভর স্বস্তিতে থাকতে চাইলে সুতির বিকল্প নেই। আনারকলি পোশাকে বেশ উৎসবমুখর একটা ব্যাপার আছে। তাই ঈদে আনারকলি পোশাকই বেছে নিচ্ছেন তিনি।  

 

পোশাক: ফালাক

কথা হলো ফ্যাশন হাউস অরিত্রি'র প্রতিষ্ঠাতা শর্মিষ্ঠা দেবনাথের সঙ্গে। তিনি জানান, উৎসবের সাথে এ সময়ের তাপমাত্রার কথা মাথায় রেখে অরিত্রি এনেছে দেশীয় হ্যান্ডলুম খাদি কাপড়ের বিভিন্ন রঙ ও ডিজাইনের আনারকলি ও শাড়ি। যার উপর হ্যান্ড বাটিক প্রিন্টের কাজ করা হয়েছে। 

 

পোশাক: ফালাক


অনলাইন পেইজ 'ফালাক' এর প্রতিষ্ঠাতা, সুমাইয়া ইসলাম আগমনী জানালেন; ঈদ উপলক্ষে জর্জেট ও মসলিনের পোশাক পছন্দ করছেন ক্রেতারা। বেশি কিনছেন আনারকলি, কাফতান ও টপসের মতো পোশাকগুলো। 

ছবি: রাহুল রায় মিশুক