চুলের সব সমস্যার সমাধান লুকিয়ে আছে যে পাতায়

চুল পড়ে যাওয়া কিংবা ভেঙে যাওয়ার সমস্যা কমবেশি লেগেই থাকে আমাদের। এছাড়া খুশকি ও চুল না বাড়ার কারণেও মুষড়ে পড়েন অনেকে। এসব সমস্যার সমাধানে কাজে লাগাতে পারেন সজনে পাতা।

 

কেন চুলে ব্যবহার করবেন সজনে পাতা?

  • সজনে পাতায় থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান খুশকি দূর করে ও বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন কমাতে সাহায্য করে।
  • সজনে পাতায় আছে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করে। ফলে কমে যায় চুল পড়া।
  • এই পাতায় থাকা বায়োটিন লোহিত রক্ত কণিকার উৎপাদন বাড়াতে সাহায্য করে। এতে মাথার ত্বকে অক্সিজেন সরবরাহ বাড়ে ও চুল দ্রুত লম্বা হয়।
  • সজনে পাতায় থাকা জিঙ্ক, ভিটামিন এ এবং আয়রন পুষ্টির জোগান দেয় চুলে। ফলে চুল প্রাকৃতিকভাবে থাকে ঝলমলে।
  • সজনে পাতায় প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই উপাদানটি চুল ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ।

যেভাবে ব্যবহার করবেন চুলে

  • নারিকেল তেল, জোজোবা অয়েল এবং ক্যাস্টর অয়েলের সঙ্গে মিশিয়ে নিন সজনে তেল। এরপর চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগান। সারারাত রেখে পরদিন ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।
  • সজনে পাতা গুঁড়ো করে ভালো করে মিশিয়ে নিন টক দই, গোলাপজল এবং রাইস ওয়াটারের সঙ্গে। হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • মুঠো ভর্তি সজনে পাতা ফুটন্ত পানিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। পানি ছেঁকে স্প্রে বোতলে নিয়ে ব্যবহার করুন হেয়ার টোনার হিসেবে।