শিশুকে নিয়ে ভ্রমণ, মনে রাখা চাই যেসব বিষয়

অনেকেই মনে করেন শিশুকে নিয়ে ঘুরতে যাওয়া ঝক্কির কাজ। কিন্তু ভ্রমণ শিশুর সঠিক বিকাশে জন্য ভীষণ জরুরি- এটা অস্বীকার করার উপায় নেই। আপনার ছোট্টমণির যেন অস্বস্তি না হয় ভিন্ন পরিবেশে সেজন্য কিছু বিষয়ের দিকে লক্ষ রাখা জরুরি। এতে শিশুর পাশাপাশি আপনিও ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন পুরোপুরি।   

 

 

১। শিশুর প্রয়োজনীয় জিনিসের একটি তালিকা করে ফেলুন গোছগাছ করার আগে। সেই তালিকা ধরে জিনিস ব্যাগে নিন। এতে প্রয়োজনীয় ছোটখাটো জিনিস বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে।

২। শিশুকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় মাঝরাতে ছাড়বে এমন বিমান বা বাসের টিকিট না কাটাই শ্রেয়। সারা রাত ঘুম না হলে শিশুরা সারা দিন স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে না।

৩। যাত্রাপথে শিশুর জন্য বাড়তি ও শুকনা খাবার রাখবেন হাতের কাছে। কোনও কারণে ট্রেন কিংবা বিমান দেরি করে গন্তব্যে পৌঁছলে শিশুর যেন কোনও সমস্যা না হয়।

৪। ছোটদের নাপা, বমির ওষুধ অবশ্যই সঙ্গে রাখবেন।

৫। শিশু যদি বেশি ছোট হয় ও বাইরের খাবারে অভ্যস্ত না হয়, তাহলে সঙ্গে ছোট রাইস কুকার বা ইলেকট্রিক কেটলি নিতে পারেন। চট করে সুজি বা ওটজাতীয় খাবার রান্না করে ফেলা যাবে এগুলোতে।

৬। হোটেল থেকে ঘুরতে বের হওয়ার সময় বাটিতে শুকনো ফল নিয়ে নিন। এছাড়া বিস্কুট বা সেদ্ধ ডিম নিতে পারেন সঙ্গে। পানির বোতল রাখবেন অবশ্যই।

৭। বাড়তি দুই সেট কাপড় সঙ্গে নিয়ে নেবেন হোটেল থেকে বের হওয়ার সময়। খাবার খাওয়ার সময় বা অন্য যেকোনো কারণে শিশুর কাপড় ভিজে গেলে কাজে লাগবে।