রুপার গয়না পরিষ্কারের ৫ উপায়

দীর্ঘদিন ব্যবহার না করার ফলে কালচে হয়ে যায় ঝকঝকে রুপা। ঘরোয়া উপায়েই রুপার চাকচিক্য ফিরিয়ে আনতে পারেন। জেনে নিন কীভাবে পরিষ্কার করবেন রুপার গয়না।

 

১। টুথপেস্ট
সাদা টুথপেস্টের সাহায্যে পরিষ্কার করতে পারেন রুপা। টুথপেস্টের সঙ্গে সামান্য পানি মিশিয়ে পুরনো টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন গয়না। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।

২। লবণ
টেবিল সল্ট দিয়ে ঝকঝকে করে ফেলতে পারেন রুপার গয়না। একটি পাত্রের অর্ধেক টেবিল সল্ট নিন। বাকি অর্ধেক কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিন। এই মিশ্রণে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন কালচে হয়ে যাওয়া রুপার গয়না। নরম সুতি কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে নিন।

৩। আলু
আলুর খোসা ছাড়িয়ে চারভাগে ভাগ করে নিন। এবার একটি মুখবন্ধ বাটিতে আলুর টুকরা ও রুপার গয়না রেখে দিন। ৪৮ ঘণ্টা পর পরিষ্কার করে ফেলুন কুসুম গরম পানি দিয়ে ধুয়ে।

৪। বেকিং সোডা
বেকিং সোডা, পানি ও টেবিল সল্ট মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট রুপার গয়নায় লাগিয়ে গয়নাটি একটি মুখবন্ধ বাটিতে রাখুন। ২৪ ঘণ্টা পর পরিষ্কার করে ফেলুন ঈষদুষ্ণ পানি দিয়ে।

৫। ভিনেগার
সাদা ভিনেগারে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন রুপার গয়না। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে শুকনো করে মুছে নিন।

টিপস

  • গোসল করার আগে কিংবা সুইমিংপুলে নামার আগে রুপার গয়না খুলে রাখবেন।  
  • ঘাম লেগেও দ্রুত নষ্ট হয়ে যায় রুপার গয়না। তাই ব্যায়াম করার সময় বা অতিরিক্ত ঘাম হতে পারে এমন পরিবেশে এই গয়না পরবেন না।
  • সুগন্ধি বা হেয়ার স্প্রে সরাসরি লাগাবেন না রুপার গয়নায়।