দশ মিনিটেই বানিয়ে ফেলুন ডিম ছাড়া কলার কেক

স্বাস্থ্যকর ব্যানানা কেক বানিয়ে ফেলতে পারেন ঝটপট। হঠাৎ অতিথি আসলে বা বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে বেশ উপাদেয় আইটেমটি। জেনে নিন কীভাবে বানাবেন।

 

 

২টি কলা মিহি করে চটকে নিন। এর সঙ্গে মেশান আধা কাপ তেল, ৩ টেবিল চামচ দই, স্বাদ মতো চিনি, ১ চা চামচ ভ্যানিলা এসেন্স, দেড় কাপ ময়দা, আধা চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ বেকিং সোডা, আধা চা চামচ দারুচিনির গুঁড়া ও ১/৪ কাপ চকলেট চিপস। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে কেকের মোল্ডে ঢেলে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিন। ৬ মিনিট বেক করুন। চাইলে চুলাতেও বানিয়ে নেওয়া যায় এই কেক। তবে সেক্ষেত্রে সময় আরেকটু বেশি লাগবে।