মসৃণ, নরম ও কোমল ত্বকের জন্য প্রাকৃতিক ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। কেমিক্যালহীন এসব ভেষজ উপাদান ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে ভীষণ কার্যকর। জেনে নিন প্রকৃতি থেকে পাওয়া কিছু ময়েশ্চারাইজার সম্পর্কে।
১। তেল
নারিকেলের তেল, বেবি অয়েল, অলিভ অয়েল, জোজোবা অয়েল, ক্যাস্টর অয়েল কিংবা তিলের তেল ব্যবহার করতে পারেন ত্বক নরম রাখার জন্য। পছন্দ মতো যেকোনো তেল ত্বকে ম্যাসাজ করুন। চাইলে রাতে ঘুমানোর আগে ম্যাসাজ করতে পারেন। পরদিন সকালে গোসল করে ফেলুন। আবার গোসলের পরেও ত্বকে ব্যবহার করা যায় তেল। সপ্তাহে দুই থেকে তিনবার তেল ব্যবহার করুন ত্বকে।
২। মধু
অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ মধু চমৎকার প্রাকৃতিক ময়েশ্চারাইজার। ত্বকে সরাসরি মধু লাগিয়ে নিন। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন ব্যবহার করুন মধু। ত্বকে প্রাণ ফিরবে।
৩। অ্যালোভেরা জেল
বারান্দার টবে একটি অ্যালোভেরা গাছ লাগিয়ে ফেলুন। হাতের কাছেই থাকবে কার্যকর ময়েশ্চারাইজার! অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে ভালো করে ব্লেন্ড করে নিন। ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন ব্যবহার করুন এই জেল। ত্বক হবে কোমল ও সুন্দর।
৪। ঠান্ডা দুধ
ফ্রিজ থেকে ঠান্ডা দুধ বের করে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
৫। শসার রস
শসার রসের সঙ্গে যেকোনো একটি তেল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।