চুলে চুইংগাম আটকেছে? জেনে নিন করণীয়

অসাবধানতাবশত চুলে লেগে যেতে পারে চুইংগাম। অনেক সময় বন্ধুরা কিংবা শিশুরা মজা করতে গিয়ে চুলে চুইংগাম লাগিয়ে দেয়। কারণ যেটাই হোক, চুইংগাম ওঠাতে গিয়ে দফারফা হয়ে যায় চুলের। এ ধরনের পরিস্থিতিতে কীভাবে সহজে চুল থেকে চুইংগাম দূর করবেন জেনে নিন।

 

  • এক টুকরো বরফ চুলে ঘষতে থাকুন। আস্তে আস্তে চুইংগাম তোলার চেষ্টা করুন। উঠে যাবে। চুল থেকে চুইংগাম তোলার সবচেয়ে সহজ উপায় এটি।
  • লবণ পানির সাহায্যে দূর করতে পারেন চুইংগাম। এজন্য পাত্রে হালকা গরম পানি নিন। তাতে মেশান লবণ। এবার চুলের যে অংশে চুইংগাম লেগেছে, সেই অংশের চুল পানিতে ডুবিয়ে দিন। কিছুক্ষণ পর আস্তে আস্তে ছাড়াতে থাকুন।
  • ভিনেগারের সাহায্যে চুল থেকে দূর করতে পারেন চুইংগাম। একটি পাত্রে আপেল সাইডার ভিনেগার নিন। এবার তা তুলায় করে চুইংগামের ওপর লাগান। এরপর চুল থেকে ছাড়াতে শুরু করুন।