পোশাকে বিজয়ের রঙ

বিজয় দিবস উপলক্ষে ফ্যাশন হাউসগুলো সেজেছে লাল সবুজে। পাশাপাশি সাদা, কমলা, মেরুনের মতো রঙগুলো ব্যবহৃত হয়েছে কাপড়ের ক্যানভাসে।

 

রঙ বাংলাদেশ

ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’ আল্পনা থিমে সাজিয়েছে বিজয় দিবসের পোশাক। বড়দের পাশাপাশি ছোটদের পোশাকও গুরুত্ব পেয়েছে এই আয়োজনে। রযেছে পরিবারের সবার জন্যে ম্যাচিং পোশাক।

কে ক্র্যাফট

শীতের কথা মাথায় রেখে বিজয় দিবসে একটু ভারি কাপড় ব্যবহার করেছে ফ্যাশন হাউস ‘কে ক্র্যাফট।’ বিজয়ের রঙ থাকছে শীতের শালেও। লাল-সবুজ পোশাক ছাড়াও বিভিন্ন ধরনের উপহার সামগ্রী থাকছে কে ক্র্যাফটের সংগ্রহে।

সারা

ফ্যাশন হাউস ‘সারা’ লাল-সবুজের নিয়ে এসেছে পোশাকে। সালোয়ার কামিজ, কুর্তি, পাঞ্জাবীসহ ছোটদের পোশাকে থাকছে বিজয়ের রঙ।

 

দেশাল

এছাড়া দেশাল, লা রিভসহ দেশীয় বিভিন্ন ফ্যাশন হাউস তাদের বিজয় দিবসের কালেকশন তুলেছে আউটলেটগুলোতে। আজিজ সুপার মার্কেটেও পেয়ে যাবেন বিজয় দিবসের পোশাক।