আসছে সারার সাব-ব্র্যান্ড ‘ঢেউ’

আলো ঝলমলে স্টেজে উচ্ছল একদল তরুণ-তরুণী নেচেগেয়ে আনন্দে মাতালেন উপস্থিত দর্শকদের। প্রাণোচ্ছ্বাসে ভরপুর এসব তরুণদের সাথে নিয়ে লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ তাদের নতুন সাব-ব্র্যান্ডের পরিচয় করিয়ে দিলো। সারার নতুন এই সাব-ব্র্যান্ডের নাম ‘ঢেউ।’ পশ্চিমা পোশাকের দারুণ সব কালেকশন পাওয়া যাবে ঢেউয়ে। 

 

জমকালো ফ্যাশন শোয়ের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয় ঢেউয়ের পোশাকের সঙ্গে

রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে জমকালো ফ্যাশন শো ও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয় আজ ২২ জানুয়ারি (রবিবার)। ঢেউ'য়ের প্রতিষ্ঠাতা পরিচালক সারাফ সাইয়ারার সঙ্গে কথা হলো এই আয়োজনে। নাম ঢেউ কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই নামটি বাছাই করতে আমাদের অনেক চিন্তাভাবনা করতে হয়েছে। শেষ পর্যন্ত ঢেউ নামটি আমরা বেছে নিয়েছি। এর পেছনে কারণও আছে। ঢেউ মানে উদ্যমতা, উচ্ছ্বাস। আমাদের এই কালেকশনের পোশাকগুলো হবে এমনই বোল্ড। তরুণদেরকে উদ্দেশ্য করে আমরা এই ব্র্যান্ডের পোশাকগুলোর নকশা করছি। আর তারুণ্য মানেই তো ঢেউয়ের মতো প্রাণশক্তিতে ভরপুর। আরও একটি কারণও রয়েছে। ঢেউ বা সমুদ্র যেমন সবাইকে কানেক্ট করে, আমরা চাই সবাইকে একসঙ্গে যুক্ত করে পথ চলতে।’

জমকালো ফ্যাশন শোয়ের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয় ঢেউয়ের পোশাকের সঙ্গে

সারা লাইফস্টাইল ব্র্যান্ডেই তো ছিল পশ্চিমা পোশাক। তবে আলাদা ব্র্যান্ড কেন? উত্তরে সারাফ সাইয়ারা জানালেন, পশ্চিমা পোশাক নিয়ে আরও ডিটেইলে কাজ করার উদ্দেশ্য নিয়েই নতুন এই সাব-ব্র্যান্ড আসছে। এই মুহূর্তে আলাদা আউটলেট যদিও থাকছে না ঢেউয়ের। সারার সঙ্গেই প্রদর্শিত হবে এর পোশাক। তবে ভবিষ্যতে আলাদা আউটলেট আসতেও পারে। 

অতিথি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিক পরিচয়পর্ব শেষ হলেও মার্চের নয় তারিখে আউটলেটগুলোতে পাওয়া যাবে ঢেউয়ের পোশাক।