চুলের আগা ফাটা নিয়ে যা জানা জরুরি

১। গরম পানি দিয়ে চুল ধোবেন না। গরম পানি চুলের প্রাকৃতিক তেল শোষণ করে রুক্ষ করে তোলে।

২। ভেজা চুল আঁচড়াবেন না কিংবা তোয়ালে দিয়ে জোরে জোড়ে ঝাড়বেন না।

৩। ২ মাসে একবার আগা থেকে অল্প অংশ ট্রিম করে নিন।

৪। শ্যাম্পু শেষে ভালো ব্র্যান্ডের কন্ডিশনার ব্যবহার করবেন চুলে।

৫। একটি ডিমের কুসুমের সঙ্গে ১ টেবিল চামচ মধু ও ৩ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলের আগায় ৩০ মিনির লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

৬। অ্যালোভেরা জেল কিছুক্ষণ চুলের আগায় লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

৭। ভিটামিন-ই ক্যাপসুল থেকে তেল বের করে চুলের আগায় লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন

৮। একটি পাকা কলা চটকে ২ টেবিল চামচ টক দই মেশান। কয়েক ফোঁটা লেবুর রস আর কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে চুলের আগায় ৩০ মিনিট লাগিয়ে রাখুন।