শ্যাম্পুর সঙ্গে ৪ উপাদান মেশালেই পাবেন ঝলমলে চুল

হেয়ার প্যাক মাথায় লাগিয়ে বসে থাকার মতো সময় নেই? রেগুলার শ্যাম্পুর সঙ্গে চারটি উপাদান মিশিয়ে নিলেই মিলবে ঝটপট সিল্কি চুল। জেনে নিন কোন কোন উপাদান মেশাবেন।

 

১। কফি
শ্যাম্পুর সঙ্গে অল্প পরিমাণে কফির গুঁড়া মিশিয়ে নিন। শ্যাম্পু মাথায় ব্যবহার করে মিনিট দুয়েক অপেক্ষা করুন। এরপর ধুয়ে কন্ডিশনার ব্যবহার করে নিন। চুল হবে নরম ও ঝলমলে।

২। লবণ
শ্যাম্পুর সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিলেই চুল যেমন সিল্কি হবে, তেমনি খুশকির সমস্যাও দূর হয়ে যাবে।

৩। অ্যালোভেরা জেল
শ্যাম্পুর সঙ্গে অ্যালোভেরা জেল ও অল্প একটু গোলাপজল মিশিয়ে চুলে ব্যবহার করুন। চুলে আসবে শাইন। পাশাপাশি চুল পড়া কমে যাবে ও চুলের বৃদ্ধি বাড়বে। 

৪। লেবুর রস
খানিকটা লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন শ্যাম্পু। খুশকি ও মাথার ত্বকের চুলকানি কমবে। এছাড়া চুল হবে ঝলমলে।