সকালের যেসব যত্নে ত্বক থাকবে সুন্দর

সারাদিন চলে যায় নানা ব্যস্ততায়, ফলে ত্বকের পেছনে সেভাবে সময় দেওয়ার ফুরসৎ মেলে না। সকালে ঘুম থেকে উঠেই কিছু কাজ করে ফেলতে পারলে ত্বক থাকবে সজীব ও প্রাণবন্ত।

 

১। দিনের শুরুতেই খুব ভালো ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। এতে মুখের অতিরিক্ত তেল থাকবে না। ত্বক হবে নরম ও সুন্দর। কম পিএইচযুক্ত ক্লিনজার ব্যবহার করার চেষ্টা করবেন। এতে ত্বক গভীর থেকে পরিষ্কার হবে।

২। ক্লিনজারের পর অবশ্যই একটি ভালো টোনার ব্যবহার করবেন। টোনার ত্বকের তেল ও ময়লা যেমন সহজেই পরিষ্কার করে দেবে, তেমনি ত্বক রাখবে উজ্জ্বল।

৩। ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। যেহেতু এখন গরম, তাই ক্রিম বেইজের পরিবর্তে জেল বেইজ ময়েশ্চারাইজার ব্যবহার করলে ভালো ফল পাবেন।

৪। ত্বকের কোলাজেন গঠনের জন্য সিরাম ব্যবহার জরুরি। তাই ভালো সিরাম সকালে অথবা রাতে অবশ্যই ব্যবহার করবেন।

৫। সকালে গোসল করে মুখে আইস কিউব ঘষে নিলেও সারাদিন ত্বক স্নিগ্ধ থাকবে।

৬। বাসা থেকে বের হওয়ার আগে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।