বাইরে যেন আগুন ঝরছে। আর এই আগুনে গেলেই ঝলসে যায় ত্বক। অবশ্য বাইরে আগুন গরম থাকুক আর না থাকুক, নিয়মিত সূর্যের তাপে বের হতে হলে কিন্তু ত্বকে পড়ে যায় কালচে দাগ। এই কালচে দাগ বা ট্যান দূর করতে সাহায্য নিতে পারেন লেবুর। মুখের ত্বক নয়, হাত, পা, ঘাড় গলা কিংবা পিঠের ত্বকে ট্যান পড়ে গেলে লেবুর এসব প্যাক কার্যকর।
লেবু একটি সাইট্রাস ফল। লেবু অ্যাসিডিক উপাদানের সাহায্যে প্রাকৃতিকভাবে ত্বক ব্লিচ করতে সাহায্য করে। জেনে নিন লেবুর সঙ্গে কোন কোন উপাদান মেশালে ত্বকের দাগ দূর হবে।
- দুটি লেবুর রস বের করে ছেঁকে নিন। এর সঙ্গে মেশান ২ টেবিল চামচ তাজা অ্যালোভেরা জেল। মিশ্রণটি রোদে পোড়া ত্বকে ঘষুন। কয়েক মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
- ৩ টেবিল চামচ মসুর ডাল গুঁড়ার সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ১ চা চামচ দই ও ঘি মিশিয়ে নিন পেস্টে। এবার এই প্যাকটি রোদে পোড়া ত্বকে লাগিয়ে ম্যাসাজ করুন। এরপর অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত।
- ১ টেবিল চামচ বেসনের সঙ্গে একটি লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণে যোগ করুন টক দই ও গোলাপজল। রোদে পোড়া ত্বকে পাঁচ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।