খাবারের নাম মেসি চিকেন স্যান্ডউইচ

ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি সম্প্রতি সাড়া ফেলেছেন প্রাক্তন ফুটবল তারকা ডেভিড বেকহ্যামের দল যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি দলে যোগ দিয়ে। তবে মেসির ভক্তরা যে কেবল এই একটি খবরেই উল্লাসিত তা নয়। আমেরিকান চেইন হার্ড রক ক্যাফের সাথে নিজের রেসিপি নিয়ে কোলাবরেশনে গিয়েছেন এই তারকা ফুটবলার। এই খবরে দারুণ খুশি তার ভক্তরা। 

 

‘মেসি চিকেন স্যান্ডউইচ’ যোগ হয়েছে আমেরিকার ফুড চেইনের মেন্যুতে

হার্ড রক ক্যাফের মেন্যুতে বিশেষ এই স্যান্ডউইচের নাম লেখা হচ্ছে ‘মেসি চিকেন স্যান্ডউইচ।’ মিলানিজ বা মিলানেসা আর্জেন্টিনার একটি প্রধান খাবার৷ আর স্যান্ডউইচটি লিওনেল মেসির এই প্রিয় খাবারটি থেকেই অনুপ্রাণিত। 

মিলানিজ তৈরির জন্য প্রয়োজন হয় হাড়ছাড়া মুরগির মাংস, ডিম, ময়দা ও ব্রেডক্রাম্ব। আরও থাকে টমেটো, আরুগুলা পাতা, টোস্ট করা রুটির ভেতরে গলানো প্রোভোলিন চিজ। 

সম্প্রতি মেসি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, আমার শৈশবের পছন্দের একটি স্বাদ ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’ 

১২ জুলা  থেকে আমেরিকার ফুড চেইন হার্ড রক ক্যাফের সব আউটলেটে পাওয়া যাচ্ছে মেসি চিকেন স্যান্ডউইচ।